
ইফতার মানেই হরেক রকমের মজাদার খাবারের সমাহার। আর এসব খাবারের মধ্যে একটু ভাজাভুজি না হলে যেন ইফতার জমে না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডালের কাটলেট। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন ডালের কাটলেট।
উপকরণ
১। পাঁচমিশালি ডাল সিদ্ধ -দুই কাপ
২। পাউরুটির সাদা অংশ- এক কাপ
৩। আদা কুচি- এক টেবিল চামচ
৪। ধনেপাতা কুচি - এক টেবিল চামচ
৫। পেঁয়াজ কুচি - দুই টেবিল চামচ
৬। গরম মসলা গুঁড়া- এক চা চামচ
৭। জিরা গুঁড়া- এক চা চামচ
৮। ব্রেডক্রাম- পরিমাণমতো
৯। লবণ- পরিমাণমতো
১০।...