Friday, August 27, 2010

গ্রিন ম্যাঙ্গো উইথ আইস


উপকরন: আম কুচি ২ কাপ, ঠান্ডা পানি ২ কাপ, ম্যাঙ্গো এসেন্স ৪ফোটা, চিনি ৪টেবিল চামচ, লবন আধা চা চামচ, পুদিনা পাতা ডাল সহ ১টি।

প্রনালি: সবগুলো উপকরন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।