Friday, August 27, 2010

মিষ্টি-কলা-দইয়ের লস্যি


যা লাগবে : মিষ্টি দই ২ কাপ, পানি ১ কাপ, চিনি আধা কাপ, বড় সাইজের পাকা কলা ১টি, গোলাপ জল আধা চা চামচ, জাফরান সামান্য, বরফ কুচি পরিমাণ মতো।

যেভাবে বানাবেন: প্রথমে দই, পানি, চিনি, কলা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর গোলাপ জল ও জাফরান মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।