
উপকরণঃ
১. পাউরুটি ১ টা
২. ডিম ৪ টা
৩. পনির স্লাইস ১০০ গ্রাম
৪. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. মাখন ২ টেবিল চামচ
৭. সালাদ পরিমাণমতো
প্রণালীঃ
পাউরুটির চারপাশ কেটে নিন এবং একপাশে মাখন মেখে নিন। ডিম সেদ্ধ করে গোল গোল চাক করে কেটে নিন। পাউরুটির যে অংশে মাখন নেই, সেই অংশে ডিম, পনির স্লাইস, গোলমরিচগুঁড়ো ও লবণ সাজিয়ে দিন। অন্য এক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিন। সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।
১. পাউরুটি ১ টা
২. ডিম ৪ টা
৩. পনির স্লাইস ১০০ গ্রাম
৪. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. মাখন ২ টেবিল চামচ
৭. সালাদ পরিমাণমতো
প্রণালীঃ
পাউরুটির চারপাশ কেটে নিন এবং একপাশে মাখন মেখে নিন। ডিম সেদ্ধ করে গোল গোল চাক করে কেটে নিন। পাউরুটির যে অংশে মাখন নেই, সেই অংশে ডিম, পনির স্লাইস, গোলমরিচগুঁড়ো ও লবণ সাজিয়ে দিন। অন্য এক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিন। সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।