দুধ তক্তি
উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ ১ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া-আধা চা চামচ।যেভাবে তৈরি করবেন:১. প্রথমে চালের গুঁড়া শুকনো খোলায় ভেজে নিন।২. এরপর দুধ জ্বাল দিয়ে চিনি দিন। একটু আঠালো হলে চালের গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।৩. বরফি বা ডাইস দিয়ে কেটে পরিবেশন করুন।