Thursday, May 24, 2018

বাসায় তৈরি করুন সুস্বাদু প্রন বলকারি


সুস্বাদু প্রন বলকারি গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায়। চলুন, তবে শিখে নিই প্রন বলকারি কীভাবে তৈরি করবেন।

উপকরণ

১. চিংড়ি মাছ ৬০০ গ্রাম

২. নারকেল আধা কাপ

৩. ভিনেগার এক চা চামচ

৪. বেসন তিন টেবিল চামচ

৫. চিনি এক চা চামচ

৬. কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ

৭. পেঁয়াজ একটি

৮. রসুন তিন কোয়া

৯. কাঁচামরিচ চারটি

১০. তেজপাতা একটি

১১. হলুদ এক  চা চামচ

১২. দারুচিনি এক টুকরো

১৩. এলাচ চারটি

১৪. মাখন এক টেবিল চামচ

১৫. পানি এক কাপ

১৬. লবণ পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ বেটে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাটায় একটু থেঁতো করে এক টুকরো পাতলা কাপড় বেঁধে ঝুলিয়ে দিন, যতক্ষণ না পানি ঝরে। বেসন, কর্নফ্লাওয়ার, আধা চা চামচ চিনি ও কাঁচামরিচ ভালো করে মেখে নিন। মসৃণ করে মাখা হলে এতে মাছ দিন। পরিমাণমতো লবণ দিন। কড়াইতে তেল গরম করুন। মিশ্রণ থেকে মাছের বড়ার মতো করে গড়ে লাল করে ভেজে নামিয়ে রাখুন। জ্বাল বাড়িয়ে কমিয়ে বড়া ভাজবেন।

বড়া ভাজা হয়ে গেলে ওই তেলে বাটা মসলা ছেড়ে দিন। যদি মনে করেন, বেশি তেল রয়েছে, তবে একটু তেল বের করে রেখে দিতে পারেন। মসলা কষানো হলে এক কাপ পানি দিন। পানি ভালো করে ফুটে উঠলে তাতে বড়াগুলো ছেড়ে কড়াইটা নামিয়ে রাখুন। ওপরে লবণ, মাখন, দারুচিনি ও এলাচ গুঁড়া ছড়িয়ে দেবেন। এরপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৪ মে ২০১৮