Friday, August 27, 2010

তরমুজের স্কুপ জুস


উপকরন: তরমুজ টুকরা ২ কাপ, তরমুজের স্কুপ ১ কাপ, চিনি ৪টেবিল চামচ, পানি ৪ কাপ।

প্রণালি: তরমুজের টুকরা পানি ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তরমুজ থেকে স্কুপার দিয়ে গোল গোল করে স্কুপ উঠান। ব্লেন্ড করা জুস গ্লাসে ভরে তার মধ্যে স্কুপ দিয়ে উপরে বরফ কুচি রেখে পরিবেশন করুন।