
উপকরণঃMaggi থাই স্যুপ - ১ প্যাকেটগাজর কুচি - ১/৩ কাপফুলকপি কুচি - ১/২ কাপসীম কুচি - ১/২ কাপবাধাকপি কুচি - ১/২ কাপপেঁয়াজ কুচি - ১ টেবিল চামচটমেটো কুচি - ১/৩ কাপকাচা মরিচ কুচি - ৪ টিসাদা গোলমরিচ গুড়া - ১/৩ চা চামচকচি পেঁয়াজ পাতা কুচি - ১/২ চা চামচরসুন কুচি - ১/২ চা চামচআদা কুচি - ১/২ চা চামচতেল - ২ টেবিল চামচলবন - স্বাদমতোকর্ণফ্লাওয়ার - ১/২ চা চামচপ্রণালীঃ২ কাপ (৩৫০ মি.লি.) স্বাভাবিক তাপমাত্রার পানিতে Maggi স্যুপ পাঊডার গুলে নিন। এবার একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিয়ে...