Friday, August 27, 2010

অরেঞ্জ স্কোয়াশ


উপকরণ : চিনি আধা কাপ, পানি আধা কাপ, চায়না গ্রাস ১ চা-চামচ, অরেঞ্জ ফুড কালার সামান্য, সোডিয়াম বেনজোয়েট হাফ চা চামচ, অরেঞ্জ ফেডার ২ চা চামচ, সাইট্রিক ১ চা চামচ, অরেঞ্জ জুস আধা কাপ।

প্রণালী : পাত্রে চিনি, পানি, চায়না গ্রাস, সাইট্রিক, সোডিয়াম, অরেঞ্জ ফেভার, ফুড কালার সব এক সাথে জ্বাল করুন। এবার ঠান্ডা করে পরিষ্কার বোতলে সংরণ করুন।