Friday, September 16, 2011

জাফরান গাছ



'জাফরান' যার প্রতি কেজি’র মূল্য প্রায় তিন লাখ টাকা। প্রতিবেশী দেশের কাশ্মীর থেকে এটি এনে বাজারে বিক্রি করা হয় খাবার সুস্বাদু করার জন্য। রাজধানীর নারিন্দার শাহ সাহেব বাড়িতে সেই গাছের চারা রোপণের পর শাখায় শাখায় ছড়া বেঁধেছে জাফরান।